ফেজবুক চালানো মেয়ে গুলা আসলেই প্রচন্ড রকম খারাপ। এটা আমার কথা না রে ভাই প্রায় ছেলেদের কথা এটা।অনেক ছেলেই বলে তুমি নারী ফেজবুক চালাও তুমি ভাল না তুমি তো রাস্তার মেয়ে আবার ভাব ধরো। কোন মেয়ে যদি কোন ছেলের ফে্রন্ড রিকুয়েষ্ট একসেপ্ট না করে তাহলে মেসেজ দিয় বলে একসেপ্ট করতে । কেউ হয়তো করে আবার কেউ হয়তো করেনা
যে করবে সে মেয়ে ভাল। যে করবেনা সে ভাল না
যে মেয়ে মেসেজে কথা বলতে পারবে সে মেয়ে ভাল
যে পারবেনা সে মেয়ে ভাল না। কিছু কিছু ছেলেদের কথা এটা। ফেজবুক চালানো সব মেয়েরা যে খারাপ হয় তা কিন্তু না। ভাই তরা যে বলছ যেসব মেয়ে ফেজুবক চালায় ওরা নাকি সবাই খারাপ। আমি প্রায় শুনেছি মেয়েটা যদি মেসেজের উওর না দেয় তাহলে
সে দেমাগী। বেশি কথা বললে ভাল না খারাপ।
আবার কথা না বললেও সমস্যা ইনবক্সে গালা গালি করো। বালক এটা কি তেমার বংশের পরিচয়। আমি এমনি শুনেছি মেসেজের রিপলাই না দিলে গালা গালি তো ভাল। অশ্লীল বিডিও কিংবা পিক দেও বালক এটা কোন রকম ভদ্রতা নাকি এটা তোমার বংশের পরিচয়
যদি বংশের পরিচয় হায় তাহলে কিছু বলার নাই
এসব একটা মেয়ের কাছ থেকে শুনেছি আমি জানিনা এটা কতটা সত্যি। তার পরে প্লেন করলাম একটা ফ্যাক আইডি খুললাম। মায়াবতী রাজকন্যা নাম দিয়া
বিশ্বাশ করেন ভাই। এত এত ফ্রেন্ড রিকুয়েষ্ট আর মেসেজ আমি প্রায় বিরক্ত হয়ে গেছিলাম। একে একে মেসেজ দেখছি। কেউ হাই হ্যালো কেউ বা শুরুতেই ভালবাসি। কেউ বা অশ্লিল পিক কিংবা বিডিও বাধ্য হয়ে আইডি ডিএক্টিব করে দিয়েছিলাম। তার পর থেকেই জানা। ভাবতেই ঘৃনা লাগছিলো কিছু কিছু ছেলেরা এত খারাপ হয়। বিশ্বাশ করেন তাদের প্রফাইল দেখলে বুঝবেন ওরা আল্লাহ ওয়ালা লোক কিন্তু না।
আর আমি এমনো মেয়ে দেখেছি ফেজবুক চালায় কিন্তু এত ভদ্র আর এত ভাল মেয়ে বলার মত না হ্যা ওরা আমার পরিচিত কেউ। আবর কেউ বলতে পারেন বাহির থেকে চিনবেন না কারো ইনবক্সে চেক দিলেই চিনা যায় কে কেমন। ভাই শোন ভাল খারাপ মিলিয়েই দুনিয়া কেউ ভাল কেউ বা খারাপ। কিছু কিছু মেয়ে আছে বাবার ফোন কেউ বড় বোনের ফোন নিয়ে ফেজবুক চালায় ওরা তো খারাপ না। আর এখনকার যুগে কম বেশি সবাই ফেজবুক চালায় ।
এসব মেয়েদেরকে খারাপ বলার অধিকার তোমার নাই
বালক জেনে রাখো। কারো আচরনেই বুঝা যায় সে ভদ্র ঘরের ছেলে নাকি অভদ্র। তবে কিছু কিছু ছেলে আসলেই অসাধারন। তারা ফ্রেন্ড লিস্টে যুক্ত থেকেও কাউকে আগ বাড়িয়ে মেসেজ দেয় না। হ্যা ওরা আসলেই প্রকৃত ভদ্র।
আমি জানি এই পোষ্ট দেখে প্রায় ছেলেরা বলবে আমি মেয়েদের পক্ষে কথা বলছি। তাই গালা গালি শুনতে হবে। কিছু করার নাই ভাই একজন রাইটার হিসেবে
গালা গালী খেতে পারি আবার মানুষের ভালবাসাও পেতে পারি।
ধন্যবাদ সবাইকে ভাল থাকবেন আর ভুল কিছু বললে ক্ষমা করবেন।

একটি মন্তব্য পোস্ট করুন